নাগেশ্বরী থেকে মোঃ মসলেম উদ্দিন# কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ এর নাগেশ্বরী উপ-শাখার শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.কে.এম মোজাহারুল ইসলাম এফ.এ.ভি.পি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভুরুঙ্গামারী শাখা।
মো: শাহিনুর অালম শাহিন প্রিন্সিপাল অফিসার ভারপ্রাপ্ত ইনচার্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কেরঅান থেকে তেলোয়াত করেন মো: শোয়াইব অালম সহকারী অফিসার ইসলামী ব্যাংক ভুরুঙ্গামারী শাখা। শুভেচ্ছা বক্তব্য প্রদান করে এ্যাডভোকেট রবিউল অাক্তার, জজ কোর্ট,কুড়িগ্রাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক অাজিজুর রহমান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিবুল ইসলাম খোন্দকার বেলাল মাস্টার ও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীগণ প্রমুখ।