নাগেশ্বরী প্রতিনিধি
নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের প্রধানীটারী গ্রামের ব্রীজজের দুই পার্শ্বের রাস্তা নির্মানের জন্য নিম্নমানের খোওয়া ব্যবহার করায় এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে কচাকাটা ইউনিয়নের ইউপি সদস্য ডিজেন মেম্বার ৩য় শ্রেনীর ইটের খোওয়া দিয়ে এই রাস্তা নির্মান করছে। ফলে এই রাস্তা অল্পদিনের মধ্যে নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে । তখন পুর্বের ন্যায় আবারো জনগনের চলাচলের জন্য জনদুর্ভোগ নেমে আসবে । এতে জনগনের কোন প্রকার উপকারই হচ্ছেনা। শুধুমাত্র সরকারের লক্ষ লক্ষ টাকা গচ্ছা যাবে বলে অভিজ্ঞ মহলের ধারনা।

এ ব্যাপারে দীজেন মেম্বারের সাথে কথা হলে তিনি জানান, সিমেন্টের ভাগ বেশী হলে রাস্তা নষ্ট হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *