নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভুয়া বিজ্ঞাপন দিয়ে মাধ্যমে গেস্ট টিচার (অতিথি বক্তা) নিয়োগের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানাগেছে নাগেশ্বরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষক স্বল্পতার কারনে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য অতিথি বক্তা (গেস্ট টিচার) নিয়োগ করার সিদ্ধান্ত হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি পত্রিকায় প্রকাশ করার নির্দেশনা থাকলেও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল আলাউদ্দিন সু-কৌশলে ছুটিরদিন শুক্রবার গোপনে নামমাত্র পত্রিকায় ভুয়া বিজ্ঞাপন দিয়ে অতিথি বক্তা নিয়োগের পায়তারা করছে, যে পত্রিকা নাগেশ্বরীতে কখনো আসেনা। প্রার্থীরা আবেদনের জন্য পত্রিকা না পেয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকে। এব্যাপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল আলাউদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বিলেন, গত ৬ জানুয়ারি বিজ্ঞাপন ছাপিয়েছি। পত্রিকা দেখতে চাইলে তিনদিন পেরিয়ে গেলেও তিনি বলেন পত্রিকা এখনো আনা হয়নি। অফিস সুত্রে জানাগেছে,মোট ৭টি বিষয়ে অতিথি বক্তা নিয়োগ করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি ফারজানা জাহানের সাথে যোগাযোগ করলে, তিনি বলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল আলাউদ্দিনকে অতিথি বক্তা নিয়োগের জন্য প্রত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রচার ছাড়াও আমাদের ওয়েবসাইটে দেয়ার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।