নাগেশ্বরী প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী থানার এএসআই সঞ্জীব কুমার গত ১০জুন দুপরে জি আর ২৯৮/১৭ এর পলাতক আসামী আরিফ মিয়া পিতা আহম্মদ আলী গ্রাম নিলুুর খামার এবং মাদক ব্যাবসায়ী শাহীনুরকে ৩০ বোতল ফেন্সিডিলসহ নাগেশ্বরী থানার নিলুর খামার হারাগিলির পার স্থান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পরেও ওয়ারেন্ট ভুক্ত আসামী আরিফকে অর্থের বিনিময়ে ছেড়ে দেয় এবং মাদক ব্যাবসায়ী শাহীনুরকে ৩০ বোতল ফেন্সিডিলসহ থানায় নিয়ে আসে পরে ৫ বোতল ফেন্সিডিলসহ চালান দেয়া হয়। অবশিষ্ঠ ২৫ বোতল ফেন্সিডিল আত্মসাৎ করে। এস আই সঞ্জীব কুমার নাগেশ্বরী থানায় যোগদান করার পর থেকে বিভিন্ন মাদক ব্যাবসায়ীদের সঙ্গে সু সম্পর্ক গড়ে তোলে এবং বিভিন্ন মাদকের এস্পোট হইতে মাসেহারার টাকা উত্তোলন এবং নিয়মিত মাদক সেবন করে। বর্তমানে চলমান মাদক বিরোধী অভিযানকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার সোর্স রামখানার রেজার মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। এছাড়াও রামখানার জোলাটারী মাদক ব্যবসায়ীর বাড়িতে ঘুষের টাকা লেনদেনের সময় স্থানীয় জনগণ ঘিরে ফেলে তাকে গণধোলাই দেয়। এসআই শাহিনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।