নাগেশ্বরী প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাদপড়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ মে শনিবার বিকাল ৫ঘটিকার সময় নাগেশ্বরী পৌর মার্কেটে সমিতির এক অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা ও পূর্ব সুখাতী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হোসেন আলী, উপদেষ্টা আশরাফ হোসেন আপেল, পূর্ব কচাকাটা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক মজিবর রহমান, মোঃ মসলেম উদ্দিন, এশিয়ান টেলিভিশন প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, ফতুর চর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম আব্দুল হান্নান, আব্দুস সালাম প্রমুখ। এ সময় বিদ্যালয়ের ইউজার আইডি ও বিদ্যালয় অনলাইন জরিপ কার্যক্রম অব্যাহত রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।