এশিয়ান বাংলা ডেস্ক নিউস ঃ কুড়িগ্রামের নাগেশ্বরী অধিকাংশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদত বার্ষিকি উপলক্ষে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়নি। সারাদেশে সরকারী ভাবে জাতীয় শোক দিবস পালনের লক্ষে শিক্ষার্থীদের মাঝে আলোচনা, দোয়া,কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, হামদ নাত,চিত্রাংকন ও পুরষ্কার বিতরন সহ নানা কর্মসুচি বাস্তবায়নের জন্য অর্থ বাজেট থাকলেও অনেক প্রতিষ্ঠানে তা বাস্তবায়ন করা হয়নি। কেউ কেউ নাম কা ওয়াস্তে জাতীয় পতাকা উত্তোলন করেই ক্ষান্ত। আবার কোন কোন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ছারা সহকারী শিক্ষকদের উপস্থিতি ছিল নগন্য। স্থানীয় মহতগণ জানায় উপজেলা শিক্ষা অফিসারের দুরদর্শিতার অভাবে বিদ্যালয়গুলোতে পড়া লেখার পাশা পাশি জাতীয় দিবসগুলোতে অবহেলা লক্ষ করা যায়। এভাবে চলতে থাকলে আমাদের ছেলে মেয়েরা জাতীয় চেতনা বোধ এবং লেখা পড়ায় পিছিয়ে পড়বে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন