নাগেশ্বরী প্রতিনিধিঃ
আজ বুধবার সকাল দশ ঘটিকায় নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম (ফুলকুমার নদীর পাড়ে) নদীতে রাখা বালু দ্রুত অপসারণ, জমানো বালু দিয়ে বাঁধ সংস্কার ও নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তলন করে বিক্রির কুচক্রীমহলের বিরুদ্ধে ব্যাবস্হা নেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন লেখক ফোরাম নাগেশ্বরী শাখার সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,বাংলাদেশ সেচ্ছাসেবক ফাউন্ডেশন নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মোঃ মোজাফফর ও সহ প্রধান সেচ্ছাসেবক মোঃ জাহিদ খান, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিঠির রায়গঞ্জ শাখার সভাপতি আহমেদ বাবু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন এবং উৎসর্গ ফাউন্ডেশন নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি মোঃ সাদিকুল ইসলাম ও স্বল্প মানবিক সংগঠনের সভাপতি মোঃ নুরনবী, এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠন এর সদস্য বৃন্দসহ এলাকাবাসী।