নাগেশ্বরী প্রতিনিধি#
কুড়িগ্রামের নাগেশ্বরী গতকাল শনিবার বামানডাঙ্গা ইউনিয়নের চরলুছনির অর্ধ-শত নেতা কর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছে। বামন ডাঙ্গা ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি মোঃ ইয়াকুব আলী সরকারের সভাতিত্বে এই যোগদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌরসভার মেয়র ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছেলেন বামনডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন সরকার। এ সময় মোঃ আমিনুর রহমান রুবেল সুপার চর বলরমাপুর নায়েবীয়া দাখিল মাদরাসার নেতৃত্বে প্রায় অর্ধ-শতাধিক নেতা কর্মী ফুলের তোরা দিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পার্টিতে যোগদান করে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান, মোঃ ফারুক হোসেন, সাংবাদিক খলিলুর রহমান, মোঃ মসলেম উদ্দিন, মোঃ আব্দুল হান্নান প্রমুখ।