নাগেশ্বরী প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আগুনে পুরে শিশুর মৃত্যু হয়েছে। জানাগেছে গতকাল বুধবার বেকেলে পৌরসভার ৬ নং ওয়ার্ডের বলদিটারী মোড় এলাকায় সাদ্দাম হোসেনের মেয়ে ছাদিয়া খাতুনের (৫) এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় লাভু সরকার জানায়,ছাদিয়ার মা পাশের বাসায় আরবি পড়তে যায়। এ সময় ছাদিয়া বাসায় গ্যাস বাতি (গ্যাস লাইট) জালিয়ে খেলতে গেলে নিজের গায়ের জামায় আগুন লেগে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে ছাদিয়ার মা দৌড়ে গিয়ে দেখতে পায় মেয়ে ছাদিয়ার সমস্ত শরীরে আগুন দাউ দাউ করে জলছে। ততক্ষণাত পানি দিয়ে আগুন নিভিয়ে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নাগেশ্বরী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর সদর হাসপাতালে স্থানান্তর করে।
রংপুর সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
জানাগেছে সাদ্দাম হোসেন পেশায় একজন কাঠ মিস্ত্রি। সংবাদ শুনে এলাকাবাসী ছাদিয়ার উন্নত চিকিৎসার জন্য টাকা কালেশন করে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ঢাকা যাবার পথে রাস্তায় ছাদিয়ার মৃত্যু হয়। মৃত্যু ছাদিয়াকে বৃহস্পতিবার সকালে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।