নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার মাদারগঞ্জ বাজারে পুলিশি বাঁধা উপেক্ষা করে এক ব্যবসায়ীর ১০শতক জমি জবর দখল করার অভিযোগ উঠেছে। জবর দখলের সময় পুলিশের নিরব ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ব্যবসায়ীর অভিযোগ পুলিশের উপস্থিতিতে তার জমি দখলে নেয় প্রতিপক্ষ।
তবে পুলিশ বলেছে, দখলের খবর পেয়ে তারা সেখানে উপস্থিত হয়ে বাঁধা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
মামলার কপি এবং পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বল্লভের খাষ ইউনিয়নের মাদারগঞ্জ বাজারস্থ বিজিবি ক্যাম্পের সামনে এবং কচাকাটা থানার পাশের ১০শতক জমি নিয়ে স্থানীয় ব্যবসায়ী সাইদুল ইসলাম এবং শফিকুল ইসলাম ও শফিকুল ইসলামের ৭ শরীকদের দীর্ঘদিন থেকে কুড়িগ্রামের বিজ্ঞ আদালতে মামলা চলে আসছিলো। আদালত ১৩ ফেব্রয়ারী ২০১৫ সালে ওই জমির বিচার নি:শপত্তি না হওয়া পযর্ন্ত ১৪৪ ধারা জারী করে। সর্বশেষ আদালত চলতি বছর ১৬ এপ্রিল ব্যবসায়ীর পক্ষে রায় দেয় এবং ১৪৪ ধারার প্রসিডিং আদেশ জারী করে কচাকাটা থানায় প্রেরণ করে। এদিকে প্রতিপক্ষ শফিকুল ইসলাম এবং তার লোকজন রাজা, আলতাফ হোসেন, তফাজ্জল, আলমগীর, হেলালসহ আরো ১৫/২০জনসহ আদালতের আদেশ অমান্য করে সোমবার সকালে ( ২১মে ২০১৮) ওই জমির জবর দখল করে চারদিকে টিনের বেড়া নির্মাণ করে। এসময় সাইদুল কচাকটা থানার সহযোগীতা চাইলে পুলিশ নির্বাক দাড়িয়ে থেকে দৃশ্য দেখে এমন অভিযোগ প্রত্যক্ষদর্শি এবং ওই ব্যবসায়ীর।
দখলকারী শফিকুলের লোকজনের দাবী নি¤œ আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা আছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক খলিল বলেন, পুলিশের বিরুদ্ধে উঠা অভিযোগ সত্য নয়। বেড়া নির্মানের শেষে আমরা সেখানে উপস্থিত হয়েছি এবং শফিকুলকে বেড়া সড়িয়ে নিতে বলেছি কিন্তু শফিকুল সে কথা মানেননি বিষয়টি আমার উদ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এ বিষয়ে সাইদুলকে আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।