নাগেশ্বরী প্রতিনিধি:
নাগেশ্বরী উপজেলার কচাকাটায় মহামান্য আদালতের রায়কে অমান্য করে প্রতিপক্ষকে জমি দখলে নিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষক মোহাম্মদ আব্দুল গণি। তথ্য সুত্রে জানা গেছে নাগেশ্বরী থানার ধারিয়ারপাড় মৌজার আজগার আলী ও একই মৌজার মজিবুর রহমানের সাথে জমা জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিবাধ চলে আসছে। এ বিষয়টি নিরসনে কচাকাটা থানার সার্কেলের নির্দেশে গত ২১আগষ্ট শনিবার ভুরুঙ্গামারী থানা অফিসার ইনচার্জ এর কার্যালয়ে তদন্ত ওসি মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৈঠকে উভয় পক্ষের কাগজপত্র ও মহামান্য আদালতের রায়ের কপি দেখার পর আজগার আলী প্রকৃতপক্ষে জমির মালিক বলে প্রমানিত হয়। কিন্ত কচাকাটা থানার ওসি( সদ্য পদোন্নতিপ্রাপ্ত)জাহিদুল ইসলাম  আগামী তিনদিনের মধ্যে আজগার আলীর বসত বাড়ীর দখলী  জমির দখল ছেড়ে দিতে নির্দেশ দেয়। এ বিষয়ে ভুক্তভোগীরা বলেন, আমারা মহামান্য আদালতের রায় এবং দলিলের ভিত্তিতে জমির মালিক হওয়া সত্বেও আমাদের দখলি বসতবাড়ীর দখল ছেড়ে দিতে মরিয়া উঠেছে কচাকাটা থানা পুলিশ। শুধু তাই নয় প্রকৃত মালিক আজগার আলীর পুত্র বেলালকে জমির দখল ছেড়ে দিতে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালি  করছে বলে অভিযোগ করেছে। এ ব্যাপারে ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি (চঃদাঃ) সুমন রেজার সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন বিচার নয় বিষয়টি নিয়ে   ঊকিলের মতামত চাওয়া হয়েছে । তবে তিনি ভয়ভীতি ও হুমকির বিষয়টি অস্বীকার করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *