নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মৎস্য চাষীকে হয়রানীর অভিযোগ উঠেছে। জানাগেছে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের বীর দামাল গ্রামের সৈয়দুর রহামানের পুত্র মৎস্য চাষী আঙ্গুর তার নিজস্ব জমিতে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছে। বর্তমানে তার প্রকল্পে প্রায় ৯লক্ষ টাকার মাছ চাষ করেছে। প্রকল্পের অপ্রয়োজনীয় পানি নিষ্কাশনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি পাইপ লাইন করে দেয়। যার মাধ্যমে দুধকুমার নদীতে পানি নিষ্কাশন করা হচ্ছে। এর পরেও আবু বকর সিদ্দিক (মুকুল) এর নেতৃত্বে স্থানীয় একটি মহল পানি নিষ্কাশনের মিথ্যা অভিযোগ এনে মৎস খামার ধ্বংস করার পায়তারা করছে। মৎস চাষী আঙ্গুর তার লিখিত অভিযোগে বলেন আমার মৎস্য খামারের ক্ষতি করতে ব্যর্থ হয়ে আমাকে না পেয়ে আমার ভাই ও চাচাকে মারধর করে। এছাড়াও আমাদেরকে মেরে উল্টো থানায় মামলা দিয়ে পুলিশি হয়রানী করছে। শুধু তাই নয় আমার পরিবারের নামে মিথ্যা গাছ কাটার অভিযোগ এনে হয়রানীর চেষ্টা করছে।