নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে এগারো পেরিয়ে বারোতে পদার্পন সবার সাথে এশিয়ান টেলিভিশন এই স্লোগানকে সামনে রেখে এশিয়ান টিভির কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি শফিকুল ইসলাম শফির উদ্যোগে এশিয়ান টিভির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৮ জানুয়ারী কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ২৫-কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য একে এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি পাভেল জামান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও স্কুল শিক্ষক মজিবর রহমান,
নাগেশ্বরী সরকারী কলেজের প্রভাষক ও আবৃত্তিকার রেজাউল করিম রেজা,ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম
রাসেল, সিটি ব্যাংকার মোজাম্মেল হক পাপন, কেদার মহিলা বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, কালবেলা পত্রিকার প্রতিনিধি ও নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমেন, ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি ও স্কুল শিক্ষক কীর্তিকা সেন বিল্টু, যুগান্তরের প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, এলএলবি মমিুনর রহমান, খবরপত্রের প্রতিনিধি ও মাদ্রাসা শিক্ষক আব্দুস ছালামসহ অনেকে।