মোঃ মসলেম উদ্দিন নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কালীগঞ্জ সিএনবি নৌঘাটে লোক পারাপারে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একাধিক অবিযোগ এনে স্মারকলীপি দিয়েছে স্থানীয়রা। ইউএনওর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অফিসের সার্টিফিকেট সহকারী নিহার রঞ্জন ব্যানার্জী। এ সময় উপস্থিত ছিলেন বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান আলী,ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুল আলমসহ স্থানীয় ভুক্তভোগীবৃন্দ। অভিযোগে জানা যায় উপজেলার কালীগঞ্জ সিএনবি ঘাট থেকে নৌকাযোগে প্রায় সহশ্রাধিক জনসাধারণ পারাপার করেন। করোনাকালীন সময়েও স্থানীয়সহ বিভিন্ন অঞ্চলের জনসাধারণ ঘাটে অতি কষ্টে নির্দিষ্ট ফি দিয়ে আসছে। কিন্তু ওই ঘাটে নতুন ঘাটিয়াল সরকারি চাট না টাঙিয়ে অতিরিক্ত টাকা দাবি করে আসছে পরিশোধ করতে না পারলে মামলার হুমকী দিয়ে আসছে। এছাড়াও যথাসময়ে যাত্রী পারাপার না করে ২ থেকে ৩ ঘণ্টা পর্যন্ত বসিয়ে রেখে ভোগান্তিতে ফেলছে যাত্রীদের। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছে অসুস্থ রোগী, বয়বৃদ্ধ এবং প্রসূতি মহিলা। বিষয়টি সরেজমিন ততন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *