নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ নাগেশ্বরীতে কৃষককে ধান ও গম কাটা মাড়াই ইয়ানমার কম্বাইন্ড হার্বেস্টর মেশিন দিয়েছে কৃষি অফিস। সরকারি পরিচালন বাজেটের আওতায় উন্নয়ন সহায়তায় এ কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হয়।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে ভিতরবন্দ ইউনিয়নের ডাকনিরপাড় কোচপাড়ার কৃষক ইমদাদুল হকের হাতে এর কাগজ ও চাবি তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম, কৃষি অফিসার শামসুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য এ মেশিনের বাজার মূল্য ২৮ লক্ষ টাকা। যার ১৪ লক্ষ টাকা কৃষি অফিস ও বাকী টাকা কৃষক প্রদান করবেন। আগামী ৩ বছরের মধ্যে এটি সুবিধাভোগি কৃষক কারো নিকট হস্তান্তর করতে পারবে না।