নাগেশ্বরী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় কেদার মোল্লাপাড়া লিগ্যাল ক্লাবের বার্ষিক আয় ও ব্যয়ের উপর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের উপস্থাপনায় বৃহস্পতিবার রাত দশটায় কেদার মোল্লাপাড়া লিগ্যাল ক্লাবের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সংগঠনের সার্বিক বিষয়ের উপর মতামত প্রদান করেন সংগঠনের সদস্যসহ দায়িত্বপ্রাপ্তরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জুয়েল মোল্লা, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন,সহ সভাপতি নুর আলম,যুগ্ম সম্পাদক ফরিদুল মোল্লা, অর্থ সম্পাদক মাইদুল মোল্লা প্রমূখ।
উল্লেখ্য যে,সমাজের বিভিন্ন স্তরের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি ২০১৪ সালে কচাকাটা থানার কেদার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে প্রায় দুই শতাধিক সদস্যদের নিয়ে কেদার মোল্লাপাড়া লিগ্যাল ক্লাবটি প্রতিষ্ঠিত হয়।