নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কালের গর্ভে হারিয়ে যাওয়া গ্রামীন ঐতিহ্য সংরক্ষণে বিয়ের গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে কেদার ইউনিয়ন পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপি উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গীত প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী কর্মকতা নুর আহমেদ মাছুম, যুব উন্নয়ন কর্মকতা মন্জুর আলম,কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, কেদার ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি অখেন সাহা, সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমূখ। গীত প্রতিযোগিতায় নয়টি দল অংশগ্রহণ করে। পরে বিজয়ী দলের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়।