শফিকুল ইসলাম শফি নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তররের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে ৩১ জুলাই সকালে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস চাষিদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিবুল হক খোকন, নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, ওসি রুম কুমার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সাহাদৎ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আ খ ম আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা খাতুন, কুষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার হোসেন, সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখায়রুল ইসলাম ,প্রাথমকি শিক্ষা অফিসার লুৎফর রহমান, প্রানিসম্পদ দপ্তরের প্রতিনিধি কোকিলসহ অনেকে।