নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
নাগেশ্বরীতে জ্বর,সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে আজিজার রহমান ইচ্চু নামের এক ব্যক্তি মারা গেছে। শনিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান। নিহত আজিজার রহমান ইচ্চু উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভবানীপুর গ্রামের স্থানীয় বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। স্থানীয় মিন্টু মিয়া জানান, নিহত ঐ ব্যক্তি কিছুদিন আগে ঢাকায় অবস্থানরত তার ছেলের বাসা থেকে বাড়ি অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে এসেছিল। তবে তিনি দীর্ঘদিন যাবৎ হাপানী রোগে ভুগছিলেন। ঘটনার পর নিহতের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ। সে সাথে মারা যাওয়া ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু বকর সিদ্দিক। তিনি আরো বলেন,নমুনা পরীক্ষার ফল অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূূর আহমেদ মাছুম জানান, খবর পেয়ে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোক পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে ওই পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রয়োজনে তাদের খাদ্য সহায়তা প্রদান করা হবে।