নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে শারীরিক প্রতিবন্ধির উপর হামলা করে হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত ২ ফেব্রুয়ারী মঙ্গলবার বেরুবাড়ী বাজার সংলগ্ন মৃত আব্দুল আজিজের পুত্র আমিনুল(৫০) ইসলামের বাড়ী একই গ্রামের ছফর উদ্দিনের পুত্র শফিকুল ইসলামের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী আমিনুল ও তার স্ত্রী ছামিনার উপর হামলা চালায়। এ সময় অামিনুলের বামহাতের হার ভেঙ্গে যায়। এছাড়াও স্ত্রী ছামিনা গুরুতর অাহত হয় বলে জানিয়েছে ভুক্তভোগীরা।

আমিনুল ইসলাম বলেন গত মঙ্গলবার সকাল আনুমানিক ১০ঘটিকার সময় আমার ছেলে সোহেলের সাথে প্রতিপক্ষ শফিকুলের ছেলের মারামারির ঘটনা ঘটে, পরে বিষয়টি স্থানীয়ভাবে মিটিয়ে দেয়া হয়। এরপর অামরা নিজেদের কাজে ব্যাস্ত থাকি। হঠাৎ আমার বাড়ীতে শফিকুল সহ ১০/১২জনের একটি দল হামলা চালিয়ে আমার হাত ভেঙ্গে দেয় এবং আমার স্ত্রীকে মারপিট করে।

ঘটনার বিষয়ে আমিনুলের ভাই আব্দুর রহমান বলেন আমার ভাই শারীরিক ভাবে এক হাত ও এক পা প্রতিবন্ধি সে ভাল ভাবে হাটা চলা করতে পারে না। তার উপরে নির্মমভাবে হামলা করেছে, আমার এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে আমিনুল ইসলাম বাদি হয়ে ১০/১২ জনের বিরুদ্ধে নাগেশ্বরী থানা বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অফিসার ইনচার্জ (ও.সি) রওশন কবীর বলেন অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন