নাগেশ্বরী প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অস্বাস্থ্যকর পরিবেশে ডাল্ডা দিয়ে তৈরী করছে লাচ্চা। নাগেশ্বরী পৌরসভার অদুরে তেলিয়ানিরপাড় দাখিল মাদ্রাসা সংলগ্ন মেইন রাস্তার পাশেই একটি লাচ্চার কারখানা তৈরী হয় প্রায় দুই বছর আগে। মেইন গেটের সামনে সাইনবোর্ড এর পরিবর্তে সার্কিট ক্লোজ ক্যামেরা দিয়ে দেদারসে চলছে অস্বাস্থ্যকর এই কারখানা। মেইন
গেটে মিডিয়ার লোক কারখানায় প্রবেশ করতে চাইলে কারখানার দায়িত্বে থাকা ছিয়াম সিসিটিভি দেখেই মেশিন বন্ধ করে ভিতরে গেটে তালা লাগিয়ে বলে কারখানা বন্ধ আছে।
গতকাল কৌশলে ভিতরে প্রবেশ করে দেখা গেল পবিত্র রমজান সামনে রেখে ধুম ধামে লাচ্চা ভাজির কারখানা। শ্রমিকদের গায়ে কোন পোশাক নাই, শরীর থেকে ঘাম ঝরছে, খালি হাতেই তৈরী করছে লাচ্চা। এই কারখানার লাচ্চা প্যাকেটজাত ছাড়াই নাগেশ্বরী, ভুরুঙ্গামারী,কচাকাটা,কুড়িগ্রাম, রংপুর সহ বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে বলে জানায় কারখানার ম্যানেজার।
বিএসটিআই এর অনুমোদন আছে কি না জানতে চাইলে ম্যানেজার বলেন আমার কাছে কোন কাগজ পত্র নেই, মালিকের সাথে কথা বলেন,
কারখানার মালিক সুজয় শাহার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন আমি সরকারের সকল নিয়ম মেনে কাজ করছি। বিএসটিআই এর অনুমোদন আছে কি না জানতে চাইলে তিনি বলেন আমি বাহিরে আছি পরে কাগজ দেখাব।