মোঃ মসলেম উদ্দিন,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রতিবারের ন্যায় এবারেও জেলা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নাগেশ্বরী ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ, নাগেশ্বরী মডেল, বেরুবাড়ী ১ নং, গোবরধানের কুটি হাজিপাড়া, নরসিংডাঙ্গা, সাপখাওয়া, শিয়ালকান্দা,পশ্চিম নাগেশ্বরী, কুটি পড়াডাঙ্গা,বদিজমাপুর, কুটি বাঘডাঙ্গা, চন্ডিপুর, বাঘডাঙ্গা,বালাটারী,গুন্ডির চর, নেপারপুচি, ব্যাপারীটারী, সমাজ কল্যান, মালভাঙ্গা, নেওয়াশী, পশ্চিম নেওয়াশী ,মাদারগনজ, গাগলা বালিকা ও নাগেশ্বরী বালিকা বিদ্যালয় এবং উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে স্টুডেন্স কেবিনেট নিবার্চন অনুষ্ঠিত হয়। গতকাল নাগেশ্বরী ২ নং সরকারী প্রাথমিক বিদ্যায়য়ের প্রধান শিক্ষক আরফিনা আখতার সিদ্দিকা ও স্কুল সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ জানায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ উৎসাহর মধ্যেদিয়ে বেশ ভাল ভাবেই স্টুডেন্স কেবিনেট নিবার্চন অনুষ্ঠিত হয়েছে।