নাগেশ্বরী(কুড়িগ্রাম)প্রতিনিধি ঃ
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা শাখার বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমাজের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নাগেশ্বরী আদর্শ পাইলট একাডেমি ভবনে রবিবার সকাল ৮ঘটিকা হইতে বিলাল ৪ ঘটিকা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচনে মোট তিনটি পদে প্রতিদ্বন্দীতা করে সভাপতি পদে তিন শত তেষট্রি ভোট পেয়ে বুড়ীর ছড়া ভিতরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আতাউর রহমান খোকা, সাধারণ সম্পাদক পদে ৩শত বাইশ ভোট পেয়ে নেওয়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদুল হক এবং সাংগঠনিক সম্পাদক পদে ৭শত দুই ভোট পেয়ে গোপালপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মতিন নির্বাচিত হয়েছে। উক্ত নির্বাচনে মোট ভোটের সংখ্যা ছিল ৯শত দুই ভোট।