নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি-
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার রায়গঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় যুবদলের আয়োজনে ও ডক্টর এ্যাসেসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রিয় নেতা ডা: ইউনুস আলীর সহযোগীতায় এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী এখানে ৪ শতাধীক মানুষ সেবা গ্রহণ করেন। এসময় তাদের প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এর আগে স্থানীয় সমাজ সেবক মজিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন ড্যাব নেতা ডা: ইউনুস আলী, নাগেশ্বরী পৌর বিএনপির সাবেক সভাপতি আওলাদ হোসেন, ব্যাবসায়ী ছায়েদ আলী আরেও অনেকে।