কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বকনা গরু পেল কচাকাটা ইউনিয়নের ৩১৫ টি হতদরিদ্র পরিবার। সোমবার (১৩ ডিসেম্বর ) উপজেলার বল্লভপুর উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী গরুর হাট বসিয়ে সেখান থেকে কিনে তাদের এ সহায়তা দেয়া হয়।

কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠির দারিদ্র হ্রাস করণ প্রকল্পের অধীনে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর দেয়া এ গরু সুবিধাভোগিদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম।

উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক জাহেদুল হক চৌধুরী, কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন মন্ডল প্রমুখ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পর্যায়ক্রমে উপজেলার ১ টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নের প্রায় সাড়ে ৪ হাজার দরিদ্র পরিবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর এ সহযোগিতা পাবে। প্রত্যেক সুবিধাভোগীকে ৪০ হাজার টাকার একটি বকনা গরুর পাশাপাশি রক্ষণাবেক্ষনে পরবর্তী ৬ মাস পর্যন্ত আরো ৫শত টাকা করে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *