মোঃ মসলেম উদ্দিন, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি::
কুড়িগ্রামের নাগেশ্বরীতে নতুন বছর ২০২১সালের শুরুতেই মাধ্যমিক পর্যায়ের ১শ ৬৫টি স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, ২৬ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানের প্রধানদের হাতে নতুন বই তুলে দেয়া শুরু করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। কোভিট/১৯ এর কারনে এ বছর শিক্ষা প্রতিষ্ঠানে পড়া লেখা না হওয়ায় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে এসে নতুন বই গ্রহণের আনন্দের অপেক্ষায় আছে ছাত্র-ছাত্রী।
অফিস সহকারী রবিউল আলম জানান, মাধ্যমিক বিদ্যালয় ৭২, মাদরাসা ৩৮ এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা৫৫টি সহ মোট ১৬৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হবে।
মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম জানান, নতুন বছরের বই বিতরণের কোন নির্দেশনা এখনও আসেনি। তবে সকল প্রতিষ্ঠানে সরকারী নির্দেশনা মেনে এবং সামাজিক দুরুত্ব বজায় রেখে অভিভাব সহ শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করা হবে।