নাগেশ্বরী থেকে মো: মসলেম উদ্দিন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বন্যার চরম অবনতি হয়েছ। উপজেলার নারায়নপুর, ভিতরবন্দ,বেরুবাড়ী,বল্লভের খাষ, নুনখাওয়া ইউনিয়নের বন্যার পানিতে মানুষ দিশেহারা হয়ে পরেছে।
নারায়নপুরের কালারচর,পদ্মারচর,কাটগিরাই ও কামারেরচর নুনখাওয়ার কালিকাপুর এলাকায় ভয়াবহ বন্যায় মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে।এলাকার অসহায়, দরিদ্র মানুষজন অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। বিশেষ করে গবাদিপশু ও গৃহপালিত পশু নিয়ে বিপদে পড়েছে। গবাদিপশুর খাবার সহ মানুষের খাবারের সংকট দেখা দিয়েছে।

নুনখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুল হোসাইন জানায় ৪/৫টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত উপজেলা প্রশাসন কোন খবর নেয়নি।

নারায়নপুরের ইউপি চেয়রম্যান মজিবর রহমান জানায় অামার ইউনিয়নের প্রায় ২/৩ হাজার বাড়ী প্লাবিত হয়েছে। এ অবস্থায় অাজ উপজেলা নির্বাহী অফিসার মাত্র ৮ টন চাল বরাদ্দ দিয়েছে, এটা খুব সামান্য।

উপজেলা নির্বাহী অফিসার নুর মোহাম্মদ মাসুম বলেন বন্যা মোকাবেলার জন্য পর্যাপ্ত চাল সহ নৌকা,সেনিটেশন,ঔষধ, সহ বিশুদ্ধ পানির ব্যবস্থা অাছে, এছারাও অাজকেই বন্যাকবলিত এলাকার জন্য ৬০মেট্টিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন