নাগেশ্বরী প্রতিনিধি: বন্যায় ভেঙ্গে অসংখ্য খানা খন্দকের সৃষ্টি হওয়ায় চলাচল অনুপযোগী হয়ে গেছে নাগেশ্বরী পৌরসভার ৩নং ওয়ার্ডের পুর্ব সাঞ্জুয়ারভিটা সড়ক। দুর্ভোগে পথচারী। পুর্ব সাঞ্জুয়ারভিটা সড়কে চলাচল করে সাঞ্জুয়ারভিটা, সেনপাড়া, অন্তাইপাড়, ধনিটারী, বোয়ালেরডারা গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। ১০ বছর আগে ২ কি.মি. দীর্ঘ এ সড়কের নাগেশ্বরী বাজার থেকে মহসিন কেরানী বাড়ী পর্যন্ত পাকা করা হলেও বাকী ১ কি.মি এখনো কাচা। গত ২৩ বছরে এর কোন সংস্কার হয়নি। প্রতিবছর বন্যায় এর উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তা ক্ষয়ে নিচু হয়ে গেছে। এখন বর্ষায় একটানা বৃষ্টিতে সড়কে পানি উঠে। বন্ধ হয়ে যায় চলাচল। আর বন্যায় এর উপর দিয়ে ৩-৪ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাড়ীতে অবরুদ্ধ জীবন কাটায় এ সড়কে চলাচলকারীরা। এবারো এর ব্যাতিক্রম হয়নি। ভেঙ্গে অসংখ্য খানা খন্দক ও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচল অনুপযোগী হয়ে গেছে সড়কটি। সেখানে রিক্সাসহ হালকা যানবাহন উল্টে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। স্থানীয় মনছুর আলী, আব্দুর রশিদ খোকন, বাবলূ মিয়া, শহিদুল ইসলাম, আব্দুর রশিদ, বাচ্চু মিয়া বলেন আমরা প্রথম শ্রেনীর পৌরসভায় বসবাস করেও নাগরিক সুবিধা বঞ্চিত। একমাত্র সড়কের কারনে বর্ষা এলেই আমরা দুর্ভোগে পড়ি। তাই দুর্ভোগ নিরসনে তারা দ্রæত সড়কটি উচু ও পাকা করার দাবী জানান। ৩নং ওয়ার্ড কমিশনার জামাল উদ্দিন বলেন আমি মেয়র মহোদয়কে বলেছি। তিনি কথা দিয়েছেন ঈদের পরে সড়কটি সংস্কারের চেষ্টা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন