নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে করোনা কালে বাল্য বিয়ে রোধ কার্যক্রম পরিচালণা করছেন নাগেশ্বরী আর,ডি,আর,এস বাংলাদেশ। “হেলপ লাইন আছে পাশে,থাকব না আর নিরব বসে,বাল্য বিয়ে দেখলে হতে,ফোন করব সাথে সাথে”- এই ¯েøাগান নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও পোষ্টার লাগিয়ে প্রচারনা চালাচ্ছে প্রকল্পটি। বাল্য বিয়ে প্রতিরোধে ১০৯ নম্বরে কল করার পরামর্শ দিচ্ছে। এ কার্যক্রম পরিচালনা করেন, বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্ট। আর্থিক ও কারিগরি সহযোগিতা করছেন, সিডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ । বাস্তবায়ন করছেন আরডিআরএস বাংলাদেশ। করোনা কালে গ্রামে গ্রামে বাল্য বিয়ে রোধ করার জন্য এটি একটি সচেতনামূলক কার্যক্রম বলে মন্তব্য করছেন সুধি মহল।