নূর-ই-আলম সিদ্দিক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির সকল কারাবন্দী নেতার অবিলম্বে মুক্তি ও দ্রব্য মূল্যর দাম বৃদ্ধির প্রতিবাদে লিফটের বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারী বিএনপি নাগেশ্বরী উপজেল শাখা ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার প্রধান প্রধান সড়কে অবস্থানরত জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা দ্রব্য মূল্যর দাম বৃদ্ধির প্রতিবাদ ও বিএনপির সকল কারাবন্দী নেতাকর্মীর মুক্তির দাবী জানান। এ সময় দলটির নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম -১ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব সাইফুর রহমান রানা ছাড়াও
নাগেশ্বরী উপজেলা বি এন পির সভাপতি নুরুন্নবী দুলাল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান আনিস পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক উপজেলা যুবদলের আহ্বায়ক নুরজামাল হক, সদস্য সচিব আতিকুর রহমান লেবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ মিনারুল ইসলামসহ উপজেলার সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।