কুড়িগ্রামের নাগেশ্বরী থানার (পূর্ব সুখাতী) এলাকায় বেশ কিছুদিন ধরেই চলছে অজ্ঞান করে বাড়ি ডাকাতির ঘটনা।
গত রাতে কাজল চন্দ্র সেনের বাসায় স্বর্ন এবং লক্ষাধিক টাকা বিশেষ ঔষুধ ব্যবহার করে অজ্ঞান করে ডাকাতি করে।
একই দিনে ভবেন চন্দ্র সেনের বাসায় চেষ্টা চালায়ি সফল হতে পারেনি তাদের পরিবারের কিছু লোক ঘুমাচ্ছে এবং বেশ কয়েক জন ঘুমের ভাব কাটিয়ে উঠতে পারছে না।
কুড়িগ্রাম জেলা পুলিশ সেখানে তদন্ত চালাচ্ছে কিন্তু এখনো কোন ধরনের ফলাফল পাওয়া যায়নি কে বা কাহারা এসব করছে।তারা
সবাইকে সতর্ক থাকতে স্থানীয় পুলিশের সহায়তা নিতে আহবান জানান।