নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন করেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী বৃন্দ। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, একাডেমীক সুপার ভাইজার নিখিল চন্দ্র বর্ম্মন । এ সময় বক্তব্য রাখেন নাগেশ্বরী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শামসুদ্দীন, আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, মধুরহাইল্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ব্যাপারী, বুড়িরহাট দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. সোহরাব হোসেন, মহিলা কলেজের প্রভাষক গোলাম রসুল রাজা, নেওয়াশী জাগরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম খাঁন জাহিদ প্রমুখ।