মোঃ মসলেম উদ্দিন,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
দেশের উত্তরাঞ্চলের কৃষকরা ধানচাষের উপর বেশি নির্ভশীল।
কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলার নেওয়াশী হাসনাবাদ,বেরুবাড়ী,ভিতরবন্দ,কচাকাটা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বোরো ধানের ব্যাপক চাষাবাদ করেছে কৃষকরা এবং বাম্পার ফলনের আশাও করেছে তবে সে আশা পুরন হয়নি তাদের। কাটামারি শুরু হওয়ার আগেই হঠাৎ করে ব্লাস্ট রোগে নষ্ট হয়েছে কাচা পাকা বোরোধান, বিশেষ করে ২৮ জাতের ধানে এ রোগ বেশি আক্রমন করায় হাজার হাজার বিঘা জমির ধান নষ্ট হয়েছে। বিঘায় ২৫ মন ধানের পরিবর্তে এবারে ১ মন ধান
কৃষকের ঘরে আসবে কিনা তা নিয়ে বিপাকে পরেছে কৃষক। এদিকে মাঠে কৃষি কর্মকতা বা উপসহকারী কৃষি কর্মকতাকে খুজে পাননি বলে অভিযোগ রয়েছে। কচাকাচার রফিকুল ইসলাম বলেন একবিঘা জমির ধান কাটতে লাগে থেকে ৪হাজার টাকা, এর চেয়ে জমিতে আগুন দিয়ে পুরে দেওয়াই ভাল।
কৃষি অফিস থেকে কোন পরার্মশ পেলে হয়ত ধানের এ রোগ থেকে মুক্তি পাওয়া যেত, ঔষধ দেয়া হয়েছে কোন কাজ হয়নি, সব ধান পাতান ও চিটা হয়েছে, করোনার সময় কোথাও যাওয়া যায় না, কেউ আসেওনা, কি হবে, কি করবে বলে জানান স্থানীয় ক্ষতিগ্রস্থ কৃষকেরা ।