নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
নাগেশ্বীরতে রাস্তার দুটি ইউক্লিপটাস গাছ কেটে করাত কলে নিলেন ইউপি চেয়ারম্যান খবর পেয়ে ওই গাছ আটক করলেন বনকর্মকর্তা।
উপজেলার কচাকাটা ইউনিয়নের কচাকাটা থেকে নায়কের হাট সংযোগ সড়কের দুটি ইউক্লিপটাস গাছ কেটে কচাকাটা বাজারে করাত কলে চেড়াই করতে আনেন ইউনিয়টির চেয়ারম্যান আব্দুল আউয়াল। এদিকে খবর পেয়ে গাছগুলো আটক করেন উপজেলা বনকর্মকর্তা। জানাযায়, গত সোমবার দুপুরে ওই গাছ দুটি কাটেন চেয়ারম্যান। স্থানীয়রা জানতে চাইলে চেয়ারম্যান বলেন বনবিভাগ এবং উপজেলা কর্মকর্তার অনুমতি সাপেক্ষে গাছ দুটি কাটা হচ্ছে। এদিকে উপজেলা বন কর্মকর্তা বুধবার বিকেলে ফোনে বিষয়টি জেনে করাতকল মালিককে গাছগুলো নিজ হেফাজতে রাখার নির্দেশ দেন। করাতকল মালিক নূরমোহাম্মদ জানায়, বনকর্মকর্তা তাকে গাছগুলো হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এদিকে চেয়ারম্যান আব্দুল আউয়াল জানান, একটি গাছ ঝুকিপূর্ণ ছিলো এবং বনর্কমর্তার অনুমতি স্বাপেক্ষে কাটা হয়েছে। বনকর্মকর্তা শাহীন আলম জানান, কেউ আমার কাছে অনুমতি নেয়নাই আর অনুমতি দেয়ার প্রশ্নই আসেনা। কাটা গাছের পিচগুলো করাতকল মালিকের হেফাজতে দেয়া হয়েছে। পরবর্তিতে আইনানুগ বাবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ জানান, জৈনক বাক্তির বাড়িরর উপর গাছ দুটি ঝুকিপূর্ণ অবস্থায় আছে, এমন আবেদনের প্রেক্ষিতে গাছ কেটে পরিষদে রাখতে চেয়ারম্যানকে নিদের্শ দেয়া হয়েছিলো। করাতকলে গাছ এমন কথা তার জানা নেই, কেউ অভিযোগ দিলে আইনানুগ বাবস্থ গ্রহণ করা হবে। তবে সরেজমিনে গিয়ে দেখা গেছে কাটা গাছের আশেপাশে ৩শ গজের ভিতরে কোন বাড়িঘর নেই। এবং গাছ দুটি কোন ঝুকিও সৃষ্টি করেনি। গাছ দু’টির আনুমানিক বাজার মূল্য ৪০হাজার টাকা।