মসলেম উদ্দিন, নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত প্রদর্শনী রোপা,অামন,ব্রিধান-৭২ এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
নেওয়াশী ইউপি সদস্য আক্কাছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজেন্দ্র নাথ রায়,উপজেলা কৃ্ষি অফিসার,নাগেশ্বরী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাহফুজার রহমান মুকুল সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ নেওয়াশী ইউনিয়ন, মুনছুর অালম সাবেক ইউপি সদস্য নেওয়াশী,
কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন অাফজাল হোসেন,নলিলী কান্ত,সুকান্ত, ফজলুল হক প্রমুখ।
অনুষ্ঠানটি অায়োজন ও সঞ্চালনায় ছিলেন মোস্তাফিজুর রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গোবদ্ধনকুটি ব্লক, নেওয়াশী।