নাগেশ্বরী প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে লাম আলিফ ট্রাভেল এন্ড ট্রারিজম লিমিটেডের আয়োজনে দ্বি নিউ কাঠগিরাই যুব সংঘ বন্ধু ক্লাবের সার্বিক সহযোগীতায গত ২০ জানুয়ারী শুক্রবার উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কাঠগিরাই এলাকায় গরীব অসহায বিধবাদের মাঝে ২৫০ টি শাড়ী কাপর বিতরন করা হয়েছে। এ সময় রশীদ মন্ডল ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা শাখা গন অধিকার পরিষদের আহবায়ক শফিকুল ইসলাম শফিক মোল্লা,লাম আলিফ ট্রাভেল এর ব্যবস্থাপক ও যুগ্ন সদস্য সচিব জেলা শাখা গন অধিকার পরিষদের আমিনুল ইসলাম আমিন, নাগেশ্বরী উপজেলা শাখার আহবায়ক মোর্সাফুল ইসলাম বাবু, সিনিয়র যুগ্ন আহবায়ক ছালাম নুর,সদস্য সচিব রুবেল হোসেন,সদস্য সচিব যুব অধিকার পরিষদের আনায়ারুল ইসলাম প্রধান, সমাজ সেবক আব্দুল হাই, শাহজালাল সুপার,সাবেক মেম্বার নেফাজ উদ্দিন ও আব্দুর রহিমসহ অনেকে।
![](https://asianbanglanews.com/wp-content/uploads/2023/01/received_676133654205795.jpeg)