নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাবেক চৌকিদারের বিরুদ্ধে হত্যার হুমকি সহ নানা অভিযোগে মামলা। বাদির অভিযোগ ও মামলা সুত্রে জানগেছে হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর বানিয়াপাড়া গ্রামের মৃত কুতুব উদ্দিনের পুত্র শহিদুল ইসলাম চৌকিদারে নিকট ভিতরবন্দ ইউনিয়নের নজরুল ইসলামের স্ত্রী আফরিদা বেগম তার ছেলে মাছুম মিয়াকে চিকিৎসার জন্য নিয়ে গেলে সে তাকে চিকিৎসা না দিয়ে কৌশলে কু প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি না হলে ভবিষ্যতে জীবন নাশের হুমকি দেয়। এমনকি আফরিদার স্বামীর ঘর সংসার নষ্ট করার হুমকি দেয়। পরে উপায়ান্ত না পেয়ে আফরিদা তার নিরাপত্তার জন্য কুড়িগ্রাম আদালতে একটি শান্তি রক্ষার জন্য মামলা করে এবং নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করেও কোন ফলাফল না পাওয়ায় বর্তমানে সে নিরাপত্তাহীনতায় ভুগছে। শুধু তাই নয় বাদি আফরিদা বেগম দাবি করেন শহিদুল ইসলাম চৌকিদার আমার সন্তানকে বিভিন্ন কৌশলে কবিরাজী করে আমার ১২ বছরের একমাত্র সন্তান মাসুমকে পঙ্গু করে রেখেছে। নাগেশ্বরী থানা পুলিশ আসামী ধরতে গেলে পঙ্গুর অভিনয় করে বার বার পার পাচ্ছে। আমি আমার জীবন ও ঘর সংসার নিয়ে আশংকায় আছি,এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।