নাগেশ্বরী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল সকাল ১১ঘটিকার সময় উপজেলা জাতীয় পার্টির অফিসে সংক্ষিপ্ত আকারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুর রহমান মিয়া, জাতীয় যুব সংহতির উপজেলা শাখার আহবায়ক শফিকুল ইসলাম মানিক,উপজেলা সদস্য মহিবুল হক খন্দকার,জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাহিদুল ইসলাম জাহিদ,হাসনাবাদ ইউনিয়ন শাখার আহবায়ক জালাল আহমদে রানা। এছাড়াও পৌর ছাত্র সমাজ ও জাতীয় পার্টির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।