নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
নাগেশ্বরীতে ৬০৪ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে পৌরসভার ডিএম মার্কেট আমিনা পেপার হাউজ থেকে তাদের আটক করা হয়।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, এ.এস.সি সার্কেল (নাগেশ্বরী-ফুলবাড়ী) সুমন রেজার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত ৯টায় আমিনা পেপার হাউজে অভিযান পরিচালনা করা হয়। চলমান লকডাউনে দোকার-পাট বন্ধ থাকলেও দোকান মালিক উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী বাজার এলাকার লুৎফর রহমান প্রধানের ছেলে আনিছুর রহমান প্রধান (৪৩) এসময় দোকানের সার্টার ফেলে ভিতরে অবস্থান করছিল।

পরে দোকান খুলে তল্লাসী করে ৬০৪ পিচ ইয়াবাসহ তাকে ও তার সহযোগি ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী মিস্ত্রিপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে রুবেল মিয়া চোকা (২০) কে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কয়েকজনের নাম জানা গেছে। তাদেরকেও আটকের চেষ্টা চলছে। বৃহস্পতিবার আটককৃতদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। এ.এস.সি সার্কেল সুমন রেজা এর সত্যতা নিশ্চিত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *