নাগেশ্বরী (কুড়িগ্রাম)প্রতিনিধি :
ঢাকার কেরানিগঞ্জ থেকে ট্রাকযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় আসা ৬২জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও দুইজন শিশু রয়েছে। পুলিশ জানায়, এসব লোক কেরানিগঞ্জে ইটখোলায় কাজ করতো। তারা সেখান থেকে ট্রাক যোগে বাড়িতে আসার সময় কুড়িগ্রামের ধরলা ব্রিজের নিকট আটক হয় । পরে তাদের পুলিশ পাহারায় কচাকাটা থানার কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ে আনা হয়। করোনা সংক্রমন ঠেকাতে এদের সবাইকে বিদ্যালটিতে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়। কোয়ারেন্টিনে থাকাদের বাড়ি কচাকাটা থানার কেদার ও কচাকাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। কোয়ারেন্টইনে রাখার সময় স্বাস্থ উপসকারীগণ সকলের স্বাস্থ্য পরীক্ষা করেন।
এ সময় সিনিয়র সহকারি পুলিশ সুপার শওকত আলী, কচাকাটা থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ,কেদার ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, কচাকাটা উইনিয়নের চেয়ারম্যান আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।
সিনিয়র সহকারি পুলিশ সুপার শওকত আলী (ভূরুঙ্গামারী সর্কেল) বলেন, কচাকাটা থানা এলাকার অনেক মানুষ ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় কাজ করতে যায়, যারা এসেছেন তারা কেরনীগঞ্জের ইটখোলায় কাজ করতো। যেহুতু তারা করোনা সংক্রমিত এলাকা থেকে এসেছেন তাই সংক্রমন রোধে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহম্মেদ মাছুম জানান, সকল নিয়ম কানুন মেনে এবং সকলের খাবারদাবারের ব্যবস্থা করে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।