নাগেশ্বরী প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী পাঁচ তলা আবাসিক হোটেল ‘মল্লিকা’ থেকে ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে। জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ডিবি পুলিশ মাদক ও চোরাকারবারী অভিজান চালিয়ে কচাকাটা থানার চর বালাবাড়ী গ্রামের জাফর আলী পুত্র মশিউর রহমান,আনোয়ার হোসেনের পুত্র আশরাফুল আলম ও বালারহাট গ্রামের সোনাব আলীকে ৭০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ।