বিপুল রায়- স্টাফ রির্পোটার কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ও নুনখাওয়ার চরাঞ্চলে পানিবন্দি কয়েক হাজার পরিবার দিশেহারা হয়ে পড়েছে, প্রতন্ত চরাঞ্চলে পৌছেতেছে না সরকারের কোনো ত্রাণসামগ্রী । পানি ঘরের টুই ছুই ছুই জিবন বাঁচানোর কাগিদায় আশ্রয় নিয়েছে স্কুল কলেজ বা উচু স্থালে, অনেকের ঘরে জ্বলছে না চুলা, না খেয়ে শিশু বাচ্চা নিয়ে কাটাছেন দিনরাত,
সরেজমিনে গিয়ে দেখা যায় কালীগঞ্জ ইউনিয়নের বেশির ভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে এতে কষ্টের পাহাড় জমেছে অসহায় মানুষদের পরিবারে। কালীগঞ্জের নামাচর, ঢেবঢেবীরচর,কুমেদপুরে এখনো কয়েকহাজার পরিবার পানি বন্দি, পাশ দিয়ে বয়ে দুধকুমর নদের বিশাল স্রোত আর চরাঞ্চলে একাকার পানিতে পরিবারগুলো বিছিন্ন হয়ে পড়েছে যে যেখানে আশ্রয় পেড়েছে সে সেখানে অবস্থান করেছে।
দুধকুমর নদের কালীগঞ্জ ঘাটপয়েন্টে পানির প্রবল স্রোতে লোকালয়ে ঢুকে পড়েছে পানি প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম, নামাচরের আব্দুল মজিজ(৫৬) জানান যে মোর বাড়িত এহন এক মানুষ পানি বাড়ি যাবার লাগলে জামকাপড় সব ভিজে তাই আর বাসা যাং না বউ বাচ্চা শশুর বাড়িত পাটায় দিছোং আর মুই বাজারে ঘুরোং রাত হলে এখানে সাগাইর বাড়িত ঘুমেং, কেউ একনা ত্রাণ তুরেন কিছুই দিলো না, তিনি আরো জানান যে ত্রাণ আসলে কয়টা বাসায় দিতেই শেষ আর একেবারে যারা চরের মাঝে পানিবন্দিতে আটকা পড়ে আছে তাদের কাছে ত্রাণ পৌঁছে না বানভাসী আরো কয়েকজনের সাথে বলে জানা যায় তাদের কথা ডিসি মহোদয় ইউএনও, উপজেলা চেয়ারম্যান মহোদয় বিভিন্ন এলাকায় ত্রাণ দেয় , আমাদের কালীগঞ্জে বন্যাকবলিত এলাকা এখানে বেশি ত্রান দেখ তারা।
এদিকে নুনখাওয়া পয়েন্টে ব্রক্ষপুত্র নদের ও দুধকুমর নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্লাবিত হচ্ছে চরাঞ্চল।কষ্ট বাড়ছে বানভাসীদের, নুনখাওয়ার কাপনারচর, চরপাটতলা, বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই প্লাবিত হয়েছে , আশপাশের এলাকাও ঢুকছে পানি নুনখাওয়ার ওয়াবদা বাধের রাস্তার পূর্ব বন্যার পানি কমলেও, রাস্তার পশ্চিম দিকে বেড়েছে পানি।