বিপুল কুমার রায়,স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পয়ড়াডাঙ্গায় ৩০ বিঘা জমির উপর অবস্থিত প্রায় ৩ শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কামাক্ষ্যা মাতা ঠাকুরানী মন্দিরে অবিভক্ত ভারত উপমহাদেশের আসামের কামাখ্যা মন্দিরের অনুকরণে অনুষ্ঠিত হত শ্রী শ্রী কামাখ্যা মাতা ঠাকুরানী মন্দিরে নিয়মিত পুজা।কিন্তু দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্তির পর জমিদারগন ভারতে চলে যাওয়ার পর হিন্দুরা হয়ে পরে সংখ্যালঘু। আর এক শ্রেণীর ভুমিদস্যুরা কোন কাগজ পত্র ছাড়াই দখল করে নেয় মন্দির নামের দেবোত্তর জমি। মুল দেবী মন্দিরের ভবনে পুজার্চনা বন্ধ হয়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মন্দিরটি। এদিকে ঐতিহ্যবাহী মন্দিরের জমি উদ্ধারে আদালতে মামলা হলে মন্দিরের পক্ষে কয়েকদফা রায় হয়। ঐতিহ্যবাহী শ্রী শ্রী কামাখ্যা মাতা ঠাকুরানী মন্দিরে স্থানীয় হিন্দু ও তরুন প্রজন্মের উদ্যোগে আবার আগের মত নিয়মিত পুজার্চনা লক্ষে দীর্ঘদিন পর আজ সোমবার মন্দিরে আনুষ্ঠানিকভাবে পুজা অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিক পুজায় উপস্থিত ছিলেন নাগেশ্বরী হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী গোপীনাথ রায়,সাধারন সম্পাদক হর চন্দ্র ফন্টু,নাগেশ্বরী থানার ওসি রুপকুমার সরকার ও পুজা উদযাপন কমিটির সদস্য ও স্থানীয় বিভিন্ন মন্দির কমিটির সদস্যবৃন্দ। পুজায় প্রায় পাঁচ হাজারের অধিক মহামায়া ভক্ত হিন্দু ধর্মাবলম্বীরা অংশ নেয়। পুজা শেষে আগত ভক্তপুজারীদের মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে পুজা সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *