নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুরে খোরশেদ আলম মিলন নামে এক চালককে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের বড় হরিশপুর এলাকায় পুলিশ লাইন্সে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, জানান, গত ১৪ মে রাত সাড়ে ১১টার দিকে বনপাড়া বাজার থেকে লালপুরের ঘাটচিলানে যাবার কথা বলে যাত্রী বেশে মিলনের নতুন ইজিবাইকটি ২৫০টাকায় ভাড়া করা হয়। ছিনতাইয়ের উদ্দেশ্যে কৌশলে ইজিবাইকটি ভাড়া করে সজিব, মেহেদী, রবিউল ও অপর একজন। পরে তারা ঘাটচিলান এলাকায় পৌঁছে ইজিবাইক চালক মিলনকে শ্বাসরোধে হত্যা করে লাশ আখক্ষেতে ফেলে রেখে চলে যায়। পরে ইজিবাইকটি মেহেদী হাসান নামে অপর আরেকজনের বাড়িতে রেখে আসে। এঘটনার পরের দিন নিহতের বাবা ফখরুল ইসলাম লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপরই ঘটনার অনুসন্ধানে নামে জেলা পুলিশের ৬টি টিম। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতভর অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে জড়িত অপর এক আসামীতে গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন