বড়াইগ্রাম(নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর এলাকার পূর্ব শত্রুতার জের ধরে সোনিয়া বেগম নামে এক গৃহবধুকে হাত-পা বেঁধে পুকুরের পানিতে ফেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে তীব্র শীতের মধ্যে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সোনিয়ার ২ সন্তানের চিৎকারে অন্য প্রতিবেশীরা ছুটে এসে তাকে পুকুর থেকে তুলে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, সোনিয়া বেগমের সন্তানদের চিৎকারে আমরা জানতে পারি, তার মাকে পুকুরের পানিতে ফেলা দেয়া হয়েছে। তারা আরও জানান, শনিবার রাত ৮টার দিকে ওই গৃহবধুর প্রতিবেশী মমেনা বেগম ও মেহনাজ বেগম পূর্ব শত্রুতার জেরে তার হাত-পা বেঁধে বাড়ির পার্শে পুকুরে ফেলে দেয়। সোনিয়ার সন্তানদের চিৎকারে আমরা ছুটে আসি। এরপর তাকে উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান বলেন, মেয়েদের মধ্যে এ ধরনের ঘটনা ঘটে থাকে। বিষয়টি দেখা হচ্ছে।