নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে ‘মুজিব বর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উদযাপিত হয়েছে।
রবিবার (১লা নভেম্বর) সকালে উপজেলা হলরুমে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বুলবুল আহমেদের সঞ্চালনায় এবং সহকারী কমিশনার (ভূমি) মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ (বড়াইগ্রাম- গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস, অন্যদের মধ্যে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় যুব-যুবাবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপজেলার প্রশিক্ষনপ্রাপ্ত ১শত জনের মধ্যে সনদপত্র এবং ২৮ জনের মধ্যে ১২ লক্ষ ৬০ হাজার টাকা ঋনের চেক তুলে দেন।