নাটোর প্রতিনিধি ঃ
 
নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
আজ ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম আরম্ভ হয় ।
পরে সকাল আটটায় আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াত, সকল শহীদদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন, জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করণ এবং সশস্ত্র সালাম এর মধ্য দিয়ে স্বাথ্যবিধি মেনে বিজয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কদ্দুস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান এবং নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কদ্দুস মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড: মিজানুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ এবং নাটোর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লা, বনপাড়া হাইওয়ে ওসি খন্দকার শফিকুল ইসলাম, বনপাড়া শহর যুবলীগ শাখার সভাপতি জাকির হোসেন সরকার, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ, কার্যনির্বাহী সদস্য মোতালেব হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ ।
অনুষ্ঠান শেষে উপজেলা কর্তৃক আয়োজিত রচনা, চিত্রাঙ্কনসহ কয়েকটি প্রতিযোগীতায় বিজয়ী কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন অথিতিরা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন