নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতরাত ২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপের চালক টাঙ্গাইলের বিল গারিন্দা গ্রামের রমজান আলীর ছেলে আপন মিয়া ও চালকের সহকারী একই জেলার বাশাইল পশ্চিমপাড়া গ্রামের মঞ্জুর আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, পঞ্চগড় থেকে বরিশালগামী গোল্ডেন লাইন নামে যাত্রীবাহি বাসটি কদিমচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় পিকআপটি দুমরে মুচরে যায়। এতে পিকআপের চালক ও হেলপার যানবাহনটির মধ্যে আটকা পড়ে গুরুতর আহত হন। খবর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা দুজনকে উদ্ধার করে। পরে চালক আপন মিয়াকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অন্যদিকে, চালকের সহকারী মোয়াজ্জেমকে সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করেন চিকিৎসকরা। দুজনেরই মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাসের ড্রাইভার ও তার সহকারীসহ সবাই পলাতক রয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক আরও জানা, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।