নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় ট্রাক উল্টে খাদে পড়ে আবু সাঈদ নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। বুধবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর আমতলা এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। ৪৫ বছর বয়সী নিহত আবু সাঈদ ঝিনাইদহ সদর উপজেলার হামদহ পূর্বপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক রেজওয়ানুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে পাবনার ঈশ্বরদীগামী ভুট্টা বোঝাই একটি ট্রাক নাটোরের সিংড়ার বন্দর আমতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সামনের চাকা পাংচার হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রীজের রেলিং ভেঙ্গে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির চালক আবু সাঈদ মারা যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে হাইওয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। দূর্ঘটনার পরপরই চালকের সহকারী পালিয়ে গেছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। পরিবারের সদস্যদের মতামতের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *