-শ্রী সঞ্জয় কুমার প্রামাণিক
*********************
কন্যা, জননী,জায়া
নারীর কত রূপ,
হৃদয়ে সঞ্চিত তার
সুখ দুঃখের স্তুপ।
তবুও নিজেকে সদা
সে নেয় মানিয়ে,
সৃষ্টির অপার কৃপা
নারীর হৃদয়ে।
নারী শুধু ভোগবতী
মিছে এ ধারণা,
সেই তো ভগবতী
সুন্দরী ললনা।
নারীর বুকের সুধা
সন্তান পালনে,
সৃষ্টি করেছে রচনা
অতি সযতনে।
বুকের সৌষ্ঠব তার
পুরুষের দৃষ্টিতে,
কামনা জাগিয়ে তোলে
প্রেমের আরশিতে।
মায়ের শীতল কোলে
সন্তানের আশ্রয়,
জায়া রূপে,স্বামী সেথা
নিজে নেই ঠাই।
কন্যা হয়ে জন্ম নিয়ে
গৃহে আনে জ্যোতি,
রত্ন গর্ভা জননী রূপে
ছড়ায় হীরা মোতি।
কন্যা ভ্রুণ হত্যা লীলা
চলেছে অবিরত,
নারীই সৃষ্টির আধার
ভুলি তা সতত।
যুগে যুগে ইতিহাস
রেখেছে প্রমাণ,
নারী বিনা বিশ্ব ভূবন
হয় ম্রিয়মান।
একই নারী দেহ বিভিন্ন
রূপের মায়া,
কন্যা, জননী, দুহিতা
কখনো জায়া।
নারীই শক্তির উৎস
পুরুষ সেনাপতি,
নারী বিনা পুরুষের
হয় অধোগতি।
নারী জঠর যন্ত্রণা সয়ে
জন্ম দেয় সন্তান,
কীর্তিমান,বীর,যশস্বী
কিংবা মহান।
কোরাণ, বাইবেল, ত্রিপিটক
গীতা,বেদ-বেদান্ত,
সবেতেই নারীর জয়গান
কভু নেই তার অন্ত।
নারীকে সম্মান দেখাও
কোরো না অবহেলা,
নারী হলো সৃষ্টি নির্মাতা
বিধাতার খেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *